Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সৎ নেতৃত্ব: কবির আহমেদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৬:০২ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৭:১৯

দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে রাজধানীতে ‘মোটরসাইকেল শোভাযাত্রা’।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদ বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে রাজধানীতে ‘মোটরসাইকেল শোভাযাত্রা’ শুরুর আগে সমাবেশে তিনি এসব কথা বলেন।

শোভাযাত্রাটি মুগদার মানিকনগর মডেল স্কুল মাঠ থেকে শুরু হয়ে বিশ্বরোড, খিলগাঁও, সবুজবাগ ও মুগদার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খিলগাঁও রেলগেট জোড়পুকুর মাঠে শেষ হয়।

কবির আহমেদ বলেন, ‘অতীতে সব দল দেখা শেষ। এবার নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মানবিক সংগঠন জামায়াতে ইসলামীকে দেখতে হবে। জামায়াতে ইসলামী জাতিকে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াত ক্ষমতায় গেলে দেশকে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব মুক্ত করে এক সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যারা পাঁচ বছর ক্ষমতায় থেকে প্রতি বছর দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হতে পারে না। এরা আবার ক্ষমতায় বসতে পারলে দেশকে দেউলিয়া করে দেবে।’

ঢাকা-৯ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনি পরিচালক মাওলানা ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন খিলগাঁও জোনের সহকারী পরিচালক এস এম মাহমুদ হাসান, সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ার, ঢাকা-৯ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠু, মুগদা পশ্চিম থানা আমীর মাওলানা মো. মতিউর রহমান, সবুজবাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আবদুল বারি, খিলগাঁও উত্তর থানা আমীর মো. নাসির উদ্দিন, খিলগাঁও দক্ষিণ থানা আমীর মাওলানা মো. সাজেদুর রহমান শিবলী, খিলগাঁও পূর্ব থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর