Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিয়েভে রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫ ১৬:৪৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৭:৪৩

ছবি: সংগৃহীত

রাশিয়া কিয়েভের বিদ্যুৎ কেন্দ্র, অ্যাপার্টমেন্ট ভবন এবং অবকাঠামোতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে চারজন নিহত হয়েছেন ও ডজনখানেক মানুষ আহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কিয়েভও দূরপাল্লার হামলা চালিয়ে এর জবাব দিচ্ছে এবং মিত্রদের প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন।

বিমান বাহিনী বলেছে, বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে কর্মকর্তারা জানান, ধ্বংসাবশেষ পড়া এবং আগুনের কারণে প্রায় ৩০ লাখ মানুষের এই শহরের নয়টি জেলায় বহুতল অ্যাপার্টমেন্ট, একটি স্কুল, একটি চিকিৎসা কেন্দ্র এবং প্রশাসনিক ভবনের ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

জেলেনস্কি এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে বলেন, ‘একটি জঘন্য আক্রমণ – এখন পর্যন্ত আমরা শিশু ও একজন গর্ভবতী নারীসহ ডজনখানেক আহত হওয়ার খবর পেয়েছি। দুঃখজনকভাবে, চারজন নিহত হয়েছেন।’

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, ‘শহর জুড়ে অন্তত ২৯ জন আহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন নয়জনের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন।’

হামলার পরে বাসিন্দারা অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে ধ্বংসস্তূপ-ছড়ানো রাস্তায় জড়ো হওয়ায় বিভিন্ন স্থানে শহরের ওপর দিয়ে আগুন জ্বলতে দেখা গেছে।

মেয়র বলেন, ‘শহরের হিটিং সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি জেলায় পরিষেবা ব্যাহত হলেও জরুরি বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতি সমাধান করা হয়েছে।’

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় কিয়েভ অঞ্চল, দক্ষিণের ওডেসা অঞ্চল এবং পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে আংশিক বিদ্যুৎ বিভ্রাট ঘোষণা করা হয়েছে।

রাজধানীর বাইরের কিয়েভ অঞ্চলের গভর্নর বলেন, ‘ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সাত বছর বয়সী একটি শিশুসহ ছয়জন আহত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানে আগুন লেগেছে।’

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন দূরপাল্লার শক্তি দিয়ে এই হামলাগুলোর জবাব দিচ্ছে, এবং বিশ্বকে অবশ্যই নিষেধাজ্ঞার মাধ্যমে জীবনের ওপর এই আক্রমণগুলো বন্ধ করতে হবে।’

কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে গভীরে তার ড্রোন হামলা বাড়িয়েছে, যার লক্ষ্য তেলের শোধনাগার, ডিপো এবং পাইপলাইন ধ্বংস করা এবং ইউক্রেন যুদ্ধে মস্কোর অর্থায়নের সবচেয়ে বড় উৎসকে পঙ্গু করে দেওয়া।

দুটি শিল্প সূত্র রয়টার্সকে জানিয়েছে, একটি ইউক্রেনীয় ড্রোন হামলার পর শুক্রবার রাশিয়ার কৃষ্ণ সাগর বন্দর নোভোরোসিস্ক তেল রফতানি বন্ধ করে দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর