Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় মৎস্য হাসপাতালের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৮:২৭

হাসপাতালটির উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার। ছবি: সারাবাংলা

খুলনা: মানুষ যেমন অসুস্থ হলে হাসপাতালে যায়, তেমনি এখন থেকে মাছেদেরও রোগ হলে চিকিৎসার জন্য নেওয়া হবে হাসপাতালে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় এমন একটি হাসপাতাল উদ্বোধন হয়েছে খুলনার ডুমুরিয়ায়।

উপজেলার রুদাঘরা বটতলা মোড়ে মাছ চাষীদের জন্য ‘ফিস স্কয়ার’ মৎস্য হাসপাতালের উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার। মাছের রোগ বালাইসহ মাছ চাষ বিষয়ক যেকোনো সমস্যার সমাধান করতে সম্পূর্ণ বিনামূল্যে সেবা ও পরামর্শ প্রদান করা হবে এ হাসপাতালে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে শাহ আলম সরকার বলেন, মানুষের অসুখ-বিসুখে যেমন ডাক্তারের পরামর্শ ও সেবা নিতে হয়, তেমনি মাছের অসুখ সারাতে বা যেকোনো সমস্যার পরামর্শ দিতে এ ধরনের হাসপাতাল স্থাপন এক ব্যতিক্রমী উদ্যোগ। স্থানীয় খামারীসহ সারা বাংলাদেশের মাছ চাষীরা বিনামূল্যে পরামর্শ পেয়ে অনেক উপকৃত হবেন।

বিজ্ঞাপন

সেবামূলক এ প্রতিষ্ঠানের উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাসকে তিনি সাধুবাদ জানান। পরে তিনি ফিস স্কয়ার হ্যাচারী পরিদর্শন করেন। এরপর তিনি রুদাঘরা মৎস্য খামারী স্কুলে স্থানীয় মৎস্য চাষীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক মো. সুরাত আলী, ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মো. ইয়াসিন বিশ্বাস, হযরত সরদার, মো. শফিকুল ইসলাম গাজী প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর