Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএমএফ মিশন টিমের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৮:৩১

আইএমএফ মিশন টিমের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঢাকা সফররত মিশন টিমের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বৈঠক হয়।

এসময় এনসিপি প্রতিনিধিদল সংকটকালে বাংলাদেশকে সহায়তা দেওয়ায় এবং জরুরি সংস্কার বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ দেওয়ার প্রতি ধারাবাহিক সমর্থনের জন্য আইএমএফকে ধন্যবাদ জানায়। এনসিপি মনে করে, টেকসই উন্নয়নের জন্য এ সংস্কারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় আইএমএফ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আহরণ, রাজস্ব-জিডিপি অনুপাত, ডিস্ট্রেসড অ্যাসেট (ঝুঁকিপূর্ণ সম্পদ) ও যুব কর্মসংস্থান বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এনসিপি প্রতিনিধিরা এসব চ্যালেঞ্জ স্বীকার করে বলেন, তারা রাজস্ব ডিজিটালাইজেশন, আর্থিক খাতের চলমান সংস্কারকে সমর্থন এবং সংস্কার বাস্তবায়নের ধীরগতির বিষয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও অর্থনৈতিক অগ্রগতির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

সভায় আরও আলোচ্য ছিল পূর্ববর্তী সরকারের ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্র কীভাবে শুরু হয়েছিল, জাতীয় অর্থনীতি ও প্রশাসনে এর প্রভাব কী ছিল এবং ভবিষ্যতে এ ধরনের দুর্নীতিকে রোধ করতে কী ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ছিল- অনানুষ্ঠানিক অর্থনীতি কমানো, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর