ঢাকা: প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব ধরনের সংশয় কেটে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সবার মতামতকেই গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন, সরকার এখন নির্বাচনি ট্র্যাকে রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর বিভাজনই জাতীয় নির্বাচন ভণ্ডুলের ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি বলেন, ‘এই সময়ে এসে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই বাস্তবসম্মত পদক্ষেপ।’ তাই ফেব্রুয়ারির নির্বাচন প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি নুর।
গণঅভ্যুত্থানের বৈধতা রক্ষা ও ‘নতুন বাংলাদেশ’ গঠনের স্বার্থে জুলাই সনদের পক্ষে ভোট চাওয়ারও আহ্বান জানান তিনি। নুরের দাবি, সকল দলের আবেদন বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা একটি সমন্বিত ও ভারসাম্যমূলক অবস্থান তুলে ধরেছেন। ফলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই।
এসময় তিনি ঘোষণা দেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবেন গণঅধিকার পরিষদ।