Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটসহ ৫ দফা দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

স্পেশাল করেসপডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৯:৩৯

স্থানীয় পৌর খোকন পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ভিত্তিতে নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে স্থানীয় পৌর খোকন পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, শাজাহানপুর উপজেলা সেক্রেটারী শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, জামায়াত নেতা আব্দুস ছালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাহফুজুল হক, এনামুল হক রানা প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে একই দিনে ভোট ও গণভোটের ঘোষণা দিয়েছেন। তার এই ধরণের ঘোষণায় জাতি হতাশ ও বিস্মিত হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এই জাতিকে বোকা মনে করা ঠিক হবেনা। অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পদক্ষেপ নিন। অন্যথায় জনগণ উলটো পথে হাঁটা শুরু করতে বাধ্য হবে।

সমাবেশ শেষে খোকন পার্ক হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর