Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২২

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ২০:০৪

গ্রেফতার আসামিরা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

গ্রেফতার আসামিরা হলেন- মুজাহিদ (১৯), রিপন (৩৪), সাদ্দাম (১৯), সুমন (২৯), শরিফ (৩০), তৌসিফ হোসেন (২৪), আব্দুল আল মামুন (২২), রবিউল (২৪), আরাফাত হোসেন তুহিন (২৪), ইলিয়াস হোসেন মিরাজ (৩১), ডালিম ভুঁইয়া (৫০), ফুয়াদ (২৪), বন্ধন (২০), সামসাদ (২৫), ইকরাম তোতা (৫৫), ইমরান (৩৮), আজাদ (২৮), ফয়সাল (২৮), আরিফ হোসেন (৪৫), আক্তার হোসেন কাল্লু (৪৫), শাকিল শিকদার (২৫) ও মমিন (২৪)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর