Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশৃঙ্খলা ঠেকানোর দায়িত্ব রাজনৈতিক দলের নয়: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ২০:০২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় নিয়ে কোনো বিশৃঙ্খলা হলে সেটা ঠেকানোর দায়িত্ব রাজনৈতিক দলের নয় বলে মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর হোটেল পেনিনসুলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

আগামী সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার কথা আছে।

বিজ্ঞাপন

সেদিন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিশৃঙ্খলা তো ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী। এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের না। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা।’

রায় নিয়েও ‘আগাম’ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, ‘রায় কোর্ট দেবে। রায় নিয়ে আমার কিছু বলার নেই। বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। এটা ওদের ওপর ছেড়ে দেন।’

‘আমরা একটা নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছিলাম। আশাকরি একটা নিরপেক্ষ বিচার বিভাগ বাংলাদেশে স্থাপন করা হয়েছে। আগামী দিনে এটাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।’

নির্বাচনই এখন মূল ফোকাস মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘এই মুহূর্তে আমরা একটা রাজনৈতিক ট্রানজিশনের দিকে যাচ্ছি। নির্বাচনের দিকে, গণতন্ত্রায়নের দিকে যাচ্ছি সেদিকে হচ্ছে আমাদের মূল ফোকাস। বাংলাদেশে আজকে জনগণের সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। সেটা সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।’

‘আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন ও একটি সরকার গঠন হবে ভোটের মাধ্যমে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই বিষয়টা বাংলাদেশে গত ১৫-১৬ বছর ধরে অনুপস্থিত।’

বাংলাদেশের মানুষের এ মুহূর্তে প্রধান চাহিদা একটা উৎসবমুখর নির্বাচন মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘যেটা বাংলাদেশের মানুষ সবসময় নিজেদের প্রতিনিধি নির্বাচনের দায়িত্ব পালন করেন উৎসবের সাথে। বাংলাদেশের মানুষ সেই অপেক্ষায় আছে।’

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর