Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের বরিশাল পর্ব অনুষ্ঠিত


১৪ নভেম্বর ২০২৫ ২১:০৫

বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ছবি: সারাবাংলা

পিরোজপুর: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ এর বরিশাল অঞ্চলের প্রতিযোগিতা। এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় বরিশাল বিভাগসহ গোপালগঞ্জ ও ফরিদপুরের ১৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। সকালে প্রশাসনিক ভবনের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও সাদা কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানসহ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অতিথিবৃন্দ, শিক্ষক ও প্রতিযোগীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

স্বাগত বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কায়কোবাদ বলেন, ‘মানুষের মস্তিষ্ক বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ। কিন্তু আমরা এর সঠিক পরিচর্যা করতে পারি না। গণিত অলিম্পিয়াড তরুণদের চিন্তা, যুক্তি ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।’ তিনি গণিতভীতি দূর করে গণিতের উৎকর্ষ সাধনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, ‘ভালো ফলাফলই সফলতার একমাত্র মানদণ্ড নয়। জীবন ও কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে নানা দক্ষতা অর্জন করতে হয়। গণিত অলিম্পিয়াড সেই দক্ষতা অর্জনের বড় সুযোগ।’ তিনি শিক্ষার্থীদের এমন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান।

উদ্বোধনের পর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মূল পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর সোয়া ২টায় প্রশ্নোত্তর পর্ব এবং বিকেল ৪টায় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ হয়।

আঞ্চলিক পর্বে সেরা ১০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। বিজয়ীরা আগামী ৫ ডিসেম্বর ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবেন।

বরিশাল অঞ্চলের সেরা ১০ শিক্ষার্থী হলেন, জাকিয়া আক্তার রিভা (বরিশাল বিশ্ববিদ্যালয়), হাসিবুল ইসলাম শান্ত (পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), তানজিলা আক্তার (বরিশাল বিশ্ববিদ্যালয়), মুমতাসিন আহমেদ পরাগ (বরিশাল বিশ্ববিদ্যালয়), মুমতাহিনা রহমান (পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. নাফিস হাসান, প্রিয়া কুন্ডু (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সুমাইয়া আক্তার বাবলী (বরিশাল বিশ্ববিদ্যালয়), শিপন কুমার ঘোষ এবং মো. ফিরোজ হোসেন সজীব (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।

প্রতিযোগিতায় অংশ নেয় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বিএম কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ট্রাস্ট ইউনিভার্সিটি, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ভোলা সরকারি কলেজ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ, উদ্দীপনা ও সাফল্যে পিরোজপুর ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর