Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ভাতিজার হাতে ফুফু খুন !

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ২৩:৩৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ২৩:৩৭

পাবনা: আটঘরিয়া পৌরসভার রামচন্দ্রপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে ফুফু খুন হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনোয়ারা খাতুন (৭০) ওই এলাকার মৃত আয়নদ্দীন প্রাং-এর স্ত্রী। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে নিহতের পরিবার ও তার ভাতিজাদের মধ্যে বিরোধ চলছিল।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন মনোয়ারা খাতুনের ছেলে আব্দুল মমিন। এ ঘটনায় উত্তেজনা দেখা দেয় দুই পরিবারের মধ্যে।

সন্ধ্যায় কথাকাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনোয়ারার আপন ভাই আক্তার হোসেনের ছেলে আজিম উদ্দিন (২৭)। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই মনোয়ারা খাতুনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে আটঘরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

পাবনায় ভাতিজার হাতে ফুফু খুন !
১৪ নভেম্বর ২০২৫ ২৩:৩৬

আরো

সম্পর্কিত খবর