Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১০:৪৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১১:১১

ময়মনসিংহ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ তৃণমূলের জনগণের কাছে পৌঁছে দিতে এক গণসমাবেশ হয়। ধীরে ধীরে তা জনসমুদ্রে রূপ নেয়।

সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম। ​প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।

বিজ্ঞাপন

সভা শেষে উপজেলা বিএনপির একাংশ বিশাল মিছিল বের করে। মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে মিছিলটি হবিরবাড়ি ইউনিয়নের সীডস্টোর বাজার প্রদক্ষিণ করে।

এ সময় কর্মী-সমর্থক জানান, মাঠের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ১৭ বছর সংগঠনে সক্রিয় না থাকা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন দলের পাশে থাকা ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ​মুহাম্মদ মোর্শেদ আলমকে উপেক্ষা করায় তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ।

তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বাচ্চুর পরিবর্তে মোর্শেদ আলমকে মনোনয়ন দিতে হবে, না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, জমি দখল ও চাঁদাবাজির মামলায় দীর্ঘদিন দল থেকে বহিষ্কার ছিলেন ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। সম্প্রতি অভিযোগ ওঠে বড় অংকের অর্থের বিনিময়ে মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন থেকে নিজের নাম প্রত্যাহার করিয়েছেন। সেই সুবাদে দল থেকে পাওয়া বহিষ্কারও আদেশ প্রত্যাহার করান বাচ্চু। দল থেকে এভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিয়ে সারা দেশে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরূপ মনোভাব সৃষ্টি হয়।

সবশেষ গত ৩ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর