Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগ দিচ্ছে মাউশি

সারাবাংলা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫ ১৩:৩১

ছবি: সারাবাংলা

ঢাকা: ১৩ থেকে ২০ তম গ্রেডে বিভিন্ন পদে ২৬ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)। আগ্রহী প্রাথীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে, যা চলবে ৬ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)

১/ পদের নাম : কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১ টি
মাসিক বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দের গতি এবং Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞাপন

২/ পদের নাম : সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৮ টি
মাসিক বেতন:১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সাঁট-লিপি পরীক্ষার সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ, বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ

৩/পদের নাম : ক্যাশিয়ার
পদ সংখ্যা: ১ টি
মাসিক বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪/পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৩ টি
মাসিক বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৫/পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৩ টি
মাসিক বেতন:৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদনের যোগ্যতা:
জেএসসি বা সমমান, এসএসসি বা সমমান, স্নাতক বা সমমান, ইঞ্জিনিয়ারিংয়ে বি.এসসি, স্নাতকোত্তর বা সমমান পাস সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন।
০১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি:
৫৬ ও ১১২/- টাকা পদ অনুযায়ী। অনলাইন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ চাকরির আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
১৬ নভেম্বর, ২০২৫ সকাল ১০ টা থেকে ৬ ডিসেম্বর, ২০২৫ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা এখানে (https://shed.teletalk.com.bd/) ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

সারাবাংলা/এসডব্লিউ