অ্যাশেজের প্রথম ম্যাচে থাকছেন না অধিনায়ক প্যাট কামিন্স, এটা জানা ছিল আগেই। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে এবার আরেক পেসার জস হ্যাজলউডকেও হারাল অস্ট্রেলিয়া। পেশির চোটের কারণে পার্থ টেস্টে থাকছেন না হ্যাজলউড।
শেফিল্ড শিল্ডের ম্যাচে গত বুধবার হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছাড়েন হ্যাজলউড। তবে সেই স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়েনি তার। অস্ট্রেলিয়ার জন্য যা ছিল বড় স্বস্তি খবর।
তবে সেই স্বস্তি মিইয়ে গেল আজ। ফলো-আপ স্ক্যানে লো-গ্রেড পেশির চোট ধরা পড়েছে হ্যাজলউডের। আর এতেই আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পার্থ টেস্টে মাঠে নামা হবে না তার।
হ্যাজলউডের বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন মাইকেল নিসার। ২০২১ ও ২০২২ সালে দুটি টেস্ট খেলে ৭ উইকেট নিয়েছেন তিনি।
মিচেল স্টার্ক ও স্কট বোলান্ডের সঙ্গে শেষ পর্যন্ত তৃতীয় পেসার হিসেবে কাকে মাঠে নামাবে অজিরা, সেটা এখনো অনুমান করা যাচ্ছে না।
ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে ফিরবেন কামিন্স, হ্যাজলউড দুজনেই; এমনটাই আশা করছে অজি টিম ম্যানেজমেন্ট।