Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামপুরে লাকি গার্মেন্টে আগুন


২৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৩৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : শ্যামপুরে লাকি গার্মেন্টে আগুন লেগেছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এই আগুন লাগে বলে সারাবাংলা ডটনেটকে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহতাব।

তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে পুরোপুরি নেভেনি।

গার্মেন্টে বেশ কয়েকজন আটকা পড়েছিল। তাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক ( অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সারাবাংলাকে জানান,  কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা হচ্ছে।

কীভাবে আগুন লেগেছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আগুন পোশাক কারখানা ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর