Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে টাইফয়েড টিকা নিয়েছে ২ লাখ ৭৯ হাজার ৬০৭জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৬:১৩

রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয়।

রাজবাড়ী: রাজবাড়ীতে মাসব্যাপী বাস্তবায়িত সরকার কর্তৃক বিনামূল্যে প্রদত্ত টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে জেলায় দুই লাখ ৭৯ হাজার ৬০৭ জনকে দেওয়া হয়েছে টাইফয়েডের টিকা। জেলায় গড় সাফল্যর হার ৯০ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর টাইফয়েড ভ্যাকসিন প্রদান উদ্বোধন করা হয়। শেষ হয় গত ১৩ নভেম্বর। মাসব্যাপী বাস্তবায়িত এই কর্মসূচিতে রাজবাড়ী জেলায় বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তিন লাখ ১১ হাজার ৭২১ জনকে। এর মধ্যে কমিউনিটিতে ৯৯ হাজার ১৩৩ জন ও স্কুল পর্যায়ে দুই লাখ ১২ হাজার ৫৮৮ জনকে টিকা দেওয়া হয়।

বিজ্ঞাপন

জেলায় মাসব্যাপী বাস্তবায়িত এই কর্মসূচিতে কমিউনিটিতে টিকা নিয়েছে ৯৬ হাজার ৩৬ জন বাচ্চা ও স্কুল পর্যায়ে নিয়েছে এক লাখ ৮৩ হাজার ৫৭১ জন শিশু। কমিউনিটিতে টাইফয়েডের টিকা প্রদানের সাফল্যর হার ৯৭ শতাংশ ও স্কুল পর্যায়ে সাফল্যের হার ৮৬ শতাংশ। জেলায় গড়ে টাইফয়েডের টিকা নিয়েছে ৯০ শতাংশ শিশু। মাসব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হয়।

সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, সবার সহযোগিতায় রাজবাড়ীর টাইফয়েড টিকা প্রদান এর হার ৯০ শতাংশ। মোট দুই লাখ ৭৯ হাজার ৬০৭ জনকে টিকা দেওয়া হয়েছে এবং এর মাঝে কারো কোনোরকম শারিরীক অসুস্থতা বা সমস্যা দেখা যায়নি। জন্মসনদ নেই এমন শিশুদেরও এই টিকা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর