Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ হাজার কোটি টাকা ঋণ চেয়ে আইসিবি পাচ্ছে ১ হাজার কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৭:৪৬ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৭:৫৪

-ছবি : প্রতীকী

ঢাকা: সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার ঋণ চেয়ে অবশেষে ১ হাজার কোটি টাকা পাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। অর্থ সংকটে থাকা প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে নতুনভাবে ১ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

এতে বলা হয়, আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আওতায় প্রতিষ্ঠানটিকে ১ হাজার কোটি টাকা সুদযুক্ত ঋণ অনুমোদন দিয়েছে সরকার।

নির্দেশনায় বলা হয়, ‘পরিচালন ঋণ’ খাত থেকে আইসিবি-কে প্রদত্ত এক হাজার কোটি টাকা সুদযুক্ত ঋণ হিসেবে প্রদান করা হবে। এটি পরিচালন ঋণ হিসেবে বরাদ্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও উল্লেখ করা হয়, সরকারি এই সহায়তা প্রদানের ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলি মেনে চলতে হবে এবং আইসিবি’র আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন ডিভিডেন্ড বাবদ অনিষ্পন্ন অগ্রিম সমন্বয়ের নির্দেশও প্রদান করা হয়েছে।

জানা গেছে, ঋণে জর্জরিত হয়ে পড়া প্রতিষ্ঠানটির ঋণ পরিশোধে সরকারের কাছে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে ও সুদ পরিশোধের সক্ষমতা ফিরে পেতে বিশেষ তহবিল চেয়েছে প্রতিষ্ঠানটি। সেই আবেদনের প্রেক্ষিতে ১ হাজার কোটি টাকার এই ঋণ দিচ্ছে সরকার।

এ বিষয়ে জানতে চাইলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, এই অর্থ পেলে কিছুটা ফাংশনাল (কার্যকরী) হবে। আমরা চেয়েছিলাম ৫ হাজার কোটি টাকা এবং মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছিলো এই বিষয়টা। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আইএমএফ’র দোহাই দিয়ে নাকচ করে দেয়। পরবর্তীতে মন্ত্রণালয় ১ হাজার কোটি টাকা দিতে রাজি হয়। আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি যত দ্রুত সম্ভব টাকা ছাড় করার ব্যবস্থা করতে। সে লক্ষ্যে রোববার (১৬ নভেম্বর) আইসিবি এবং মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি সই হবে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর