Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম-১ আসনে ডা. মো. ইউনুস আলীর মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৯:৪৪

সাধারণ জনগনের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: ‎কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সদস্য ডা. মো. ইউনুস আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

‎শনিবার (১৫ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা চত্বর এলাকায় সাধারণ জনগনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএন পির যুগ্ম আহবায়ক নাজির হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

‎বক্তব্যে ডা. মো. ইউনুস আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, দলের নীতি-নির্ধারকেরা তাদের দাবি বিবেচনায় নেবেন।

‎‎মানববন্ধনে বক্তারা বলেন, ডা. মো. ইউনুস আলী একজন মানবিক ডাক্তার, রাজনীতিতে তিনি ক্লিন ইমেজের এবং সজ্জন ব্যক্তি। সাধারণ মানুষের কোনো সমস্যায় তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং সবসময় পাশে দাঁড়ান। এমন যোগ্য ও মানবিক গুণের মানুষ কুড়িগ্রাম-১ আসনের এমপি নির্বাচিত হলে সব শ্রেণি-পেশার মানুষেরই উপকার হবে।

এসময় ডা. মো. ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান তারা। তারা আশা প্রকাশ করেন, দলের নীতি-নির্ধারকেরা তাদের দাবি বিবেচনায় নেবেন।

‎ডা. মো. ইউনুছ আলী জানান, গত ৩ নভেম্বর বিএনপির সংগ্রামী মহাসচিব ২৩৭ জনের প্রাথমিকভাবে সম্ভাব্য তালিকা প্রকাশ করেন। ফলে কাঙ্খিত মানুষ না পাওয়ায় নাগেশ্বরী ভূরুঙ্গামারী কচাকাটা মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। এ কারণে নাগেশ্বরী ভুরুঙ্গামারীর ও কচাকাটা মানুষের হৃদয় ভেঙ্গে যায়।

‎তিনি আরও বলেন, ‘আমি একজন চিকিৎসক চিকিৎসক হিসেবে এই অঞ্চলের মানুষের সুখে-দুঃখে বিভিন্ন সেবা দিয়ে আসছি। ‎এছাড়া গত ১৭ বছরের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে ছিলাম। সঙ্গত কারণে মানুষ মনে করে সাধারণ ভোটারসহ বিএনপির নেতৃবৃন্দ ডাক্তার ইউনুসকে ম্যান্ডেড দিয়ে সংসদে পাঠালে এলাকার উন্নয়ন সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মনোনয়ন বোর্ডের পার্লামেন্টারি মেম্বারদের কাছে অনুরোধ আপনারা পুনঃবিবেচনা করবেন। আপনাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে। সাধারণ মানুষসহ বিএনপি নেতাকর্মীরা বর্তমানে হতাশায় নিমজ্জিত। তারা মনে-প্রাণে বিশ্বাস করে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই এটা পুনর্বিবেচনা করবেন।’

বিজ্ঞাপন