Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতার শোডাউন

লোকাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৯

মোটরসাইকেলের দীর্ঘ মিছিল শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। ছবি: সারাবাংলা

বেনাপোল: যশোরের শার্শায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫ হাজার মোটরসাইকেলের শোডাউন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে শার্শার মিনি স্টেডিয়াম থেকে এ শোডাউনটি শুরু হয়। শোডাউটি বিকাল পর্যন্ত চলে।

মোটরসাইকেলের দীর্ঘ মিছিল শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। স্থানীয় এলাকাবাসী ও পথচারীরাও এ বিশাল শোডাউন দেখতে ভিড় করেন। পরে শার্শা বাজারে গিয়ে শোডাউন শেষ হয়।

শোডাউন শেষে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন, ‘আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব।’

বিজ্ঞাপন

এসময় যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, যশোর জেল সাবেক আমির রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ছবির গল্প নতুন পোশাকে পুলিশ
১৫ নভেম্বর ২০২৫ ১৯:৩৯

আরো

সম্পর্কিত খবর