Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিনব্যাপী পাটকেন্দ্রিক শিল্প-সংস্কৃতি-পর্যটন প্রদর্শনী সোমবার থেকে শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ২০:০৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ২১:১৫

-ছবি : সংগৃহীত

ঢাকা: পাটকেন্দ্রিক শিল্প, সংস্কৃতি, পর্যটন ও উদ্ভাবনের সমন্বয়ে ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক তিনদিনব্যাপী এক আন্তর্জাতিক মানের প্রদর্শনী আগামী সোমবার (১৭ নভেম্বর) থেকে ঢাকায় শুরু হচ্ছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)-এর যৌথ উদ্যোগে রাজধানীর ধানমন্ডিস্থ ২৬ মিরপুর রোডে ‘অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে’র লা গ্যালারি-তে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় এ প্রদর্শনী উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। ঢাকার ‘অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে’ এ প্রদর্শনী আয়োজনে সার্বিক সহযোগিতা দিচ্ছে। ১৭-১৯ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনীটিকে মোট ৬টি ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে- পরিবেশবান্ধব ও দৈনন্দিন ব্যবহারযোগ্য জুট উদ্ভাবন, আধুনিক গৃহ ও কর্মস্থলে জুটের নান্দনিক প্রয়োগ, ফ্যাশন ও নকশায় জুটের বহুমুখী সম্ভাবনা,চিত্রকলা, ভিজ্যুয়াল ও ডেকোরেটিভ আর্টসে জুটের সৃজনশীল উপস্থাপন, শিল্প ও প্রযুক্তিক্ষেত্রে জুটের আধুনিক প্রয়োগ, জুট ও টেকসই পর্যটনের সংযোগ, স্থানীয় অর্থনীতি ও কারুশিল্প উন্নয়ন।

প্রদর্শনীর বিষয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার-এর ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো: জাহিদ হোসেন বলেন, এ আয়োজনের মাধ্যমে সরকার ঐতিহ্যবাহী সোনালি আঁশ, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে নতুন দৃষ্টিতে উপস্থাপন করবে। সাথে পাটের কারিগরি কৌশল, সমসাময়িক নকশার সৃজনশীলতা এবং বাংলাদেশের গ্রামীণ জীবনের সমৃদ্ধি সবই নতুনরূপে তুলে ধরবে। দর্শকরা দেখতে পাবেন- কীভাবে পাট ঐতিহ্যের ধারক এবং টেকসই ভবিষ্যতের উপাদান হিসেবে বিশ্বে নতুন পরিচিতি পাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর