টাঙ্গাইল: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু কোনো লাভ হবে না। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হতে পারি বৃহত্তর এই চরাঞ্চলের ভাগ্য উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আপনাদের বহুল কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদীর উপর ব্রিজ নির্মাণ করে দেবো ইনশাল্লাহ। যাতে চরাঞ্চলবাসীকে আর কষ্ট ভোগ করতে না হয়। সেই সঙ্গে নদীতে একটি বেড়িবাঁধ করে দেব, যাতে নদী ভাঙ্গনের কবল থেকে চরাঞ্চলবাসী রক্ষা পায়। এই টাঙ্গাইল সদরকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলবো, কোনো সন্ত্রাস দুর্নীতি জায়গা এই টাঙ্গাইলে হবে না। সন্ত্রাসমুক্ত আধুনিক টাঙ্গাইল গঠন করবো ইনশাল্লাহ।’
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলা মাহমুদনগর ইউনিয়নের গোল চত্বরে ধানের শীষের পক্ষে বিশাল একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তীব্র আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে তবুও কখনো কোন অন্যায়ের কাছে মাথা নত করেননি। সে জন্য তাকে আপসহীন নেত্রী বলা হয়।’
টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল মত বিনিময় সভায় অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন-জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, মামুদ নগর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ করিম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়।