বরিশাল: হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাস টার্মিনালে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে প্রায় অর্ধশত আহত হয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম) শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা চালিয়ে অর্ধশতাধিক বাস ভাঙচুর করারো অভিযোগ উঠেছে ।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসটার্মিনালে এ সংঘর্ষ শুরু হয়। ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে।
বিএম কলেজ শিক্ষার্থীরা দাবি করেছেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস টার্মিনালে গেলে পরিবহণ শ্রমিকদের হামলায় ২৫ জন আহত হন। তবে শ্রমিকদের পক্ষ থেকে পালটা হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে।
পরিবহণ শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, ‘কলেজ বন্ধের দিনও হাফ ভাড়া দেওয়া নিয়ে বরিশাল-মুলাদী রুটের এক শিক্ষার্থীর সঙ্গে বাস শ্রমিকের বিরোধ হয়। এরপর সন্ধ্যায় বিএম কলেজের কয়েকশ শিক্ষার্থী এসে নথুল্লাবাদ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক বাস ভাঙচুর করে। সেখানে থাকা ১৫ থেকে ২০ জন শ্রমিককে মারধর করে গুরুতর আহত করে তারা।’
ঘটনাস্থলে থাকা বিএম কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, ‘হাফ ভাড়া আমাদের অধিকার। শনিবার মুলাদী থেকে বরিশাল নগরীতে আসার পথে এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা। খবর পেয়ে আমরা নথুল্লাবাদ স্ট্যান্ডে জড়ো হয়ে শ্রমিকদের বিচার দাবি জানাই। এ সময় আমাদের ওপর বাস শ্রমিকরা হামলা চালায়। এতে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়।’
বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন উল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি।’