লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জহির একসময় মাদকের সঙ্গে জড়িত ছিলেন। তবে সম্প্রতি তিনি স্বাভাবিক জীবনে ফিরছেন। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জহিরকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কে বা কারা এবং কী কারণে হত্যা করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।’