Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিল্প-সাহিত্যে মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্বে আসতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ০১:১৪

শিল্প-সাহিত্যে মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্বে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও দারুননাজাত একাডেমির সভাপতি ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান। দারুননাজাত একাডেমির উদ্যোগে প্রকাশিত ‘বার্ষিকী ২০২৫’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শনিবার সকালে এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘কবি-সাহিত্যিকগণ হলেন অমর। তারা মৃত্যুবরণ করেন কিন্তু তাদের কীর্তি থেকে যায়। কীর্তির বদৌলতে তারা অমর হয়ে যান। কবি কাজী নজরুল ইসলাম নেই। তবে তার সৃষ্টিকর্ম আজও আমাদের সমানভাবে অনুপ্রাণিত করে। একাডেমি থেকে প্রকাশিত বার্ষিকী আমি পড়ে দেখলাম। অনেক মানসম্পন্ন লেখা। আরবি, ইংরেজি ও বাংলা সবই আছে। এমনকি লেখাগুলো খুবই মানসম্পন্ন। এখানেই গড়ে উঠবে আগামীর নজরুল, ফররুখ।’

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম বলেন, ‘মাদরাসা শিক্ষার্থীরা শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে। দারুননাজাত একাডেমির মতো আধুনিক প্রতিষ্ঠানে পড়তে পারা ডাবল অপোরচুনিটি। এখানে যেমন আছে দ্বীনি শিক্ষা তেমনি জেনারেল ধারার সব শিক্ষাই বিদ্যমান। এই ধরনের একটি চমৎকার প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ’

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শাহীন আহমেদ বলেন, ‘এত ছোট ছোট শিক্ষার্থীরা এত বড় কাজ করেছে, সত্যিই বিস্ময়কর। মাদরাসা শিক্ষার সাথে এসব বাস্তবতার সমন্বয় ঘটালে হারানো ঐতিহ্য ফিরে পাবো আমরা। শিল্প-সাহিত্যের একটা নতুন জোয়ার সৃষ্টি হবে।’

এসময় আরও ববক্তব্য দেন, সাজ্জাদুর রহমান, অধ্যক্ষ, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা; মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, অধ্যক্ষ, ভূঁইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসা ও দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর