Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, জানুন প্রক্রিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ০৮:৩৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:১৭

ছবি: সারাবাংলা

ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

বোর্ডভিত্তিক আবেদন সংখ্যা

এ বছর সবচেয়ে বেশি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এতে আবেদন করেছেন ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা।
বরিশাল শিক্ষা বোর্ডে সবচেয়ে কম আবেদন পড়েছে—৮ হাজার ১১১ জন পরীক্ষার্থী মোট ১৭ হাজার ৪৮৯টি খাতা চ্যালেঞ্জ করেছেন।

বিজ্ঞাপন

অন্যান্য বোর্ডে আবেদন সংখ্যা হচ্ছে—

  • কুমিল্লা: ২২,১৫০ পরীক্ষার্থী | ৪২,০৪৪ খাতা

  • রাজশাহী: ২০,৯২৪ পরীক্ষার্থী | ৩৬,২০৫ খাতা

  • যশোর: ২০,৩৯৫ পরীক্ষার্থী | ৩৬,২০৫ খাতা

  • চট্টগ্রাম: ২২,৫৯৫ পরীক্ষার্থী | ৪৬,১৪৮ খাতা

  • সিলেট: ১৩,০৪৪ পরীক্ষার্থী | ২৩,৮২০ খাতা

  • দিনাজপুর: ১৭,৩১৮ পরীক্ষার্থী | ২৯,২৯৭ খাতা

  • ময়মনসিংহ: ১৫,৫৯৮ পরীক্ষার্থী | ৩০,৭৩৬ খাতা

মাদ্রাসা ও ভোকেশনাল

  • বিএম-ভোকেশনাল: ১২,০০৭ পরীক্ষার্থী | ১৫,৩৭৮ খাতা

  • আলিম: ৭,৯১৬ পরীক্ষার্থী | ১৪,৭৩৩ খাতা

সারাবাংলা/এনএল/এমপি