কুষ্টিয়া: কুষ্টিয়ার আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার একটি ভিডিও ফুটেজ রোববার (১৬ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের বাড়ির নিকটে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকটির পেছনের চাকায় দুই যুবক আগুন ধরিয়ে দেয়। তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। আগুন লাগানোর পর একজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে একটি ডিস্ট্রিবিউশন কোম্পানির পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় ট্রাকের ভেতর চালক ও সহকারী ঘুমিয়ে ছিলেন। তারা টের পেয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। পরে ভোররাতে তারা ট্রাকটি নিয়ে চলে যান। ঘটনায় কেউ আহত হয়নি।
তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।