Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঘুম হারাম হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৪:৪২

ড. হেলাল উদ্দিন।

ঢাকা: ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে যাবে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী রমনা থানা আয়োজিত কর্মজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, অতীতে সব দল দেখা শেষ এবার নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মানবিক সংগঠন জামায়াতে ইসলামীকে দেখতে হবে। জামায়াতে ইসলামী জাতিকে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

ঢাকা-৮ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।

রমনা থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. ফারুক হোসেনের পরিচালনায় প্রীতি সমাবেশে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমনসহ রমনা থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

শীতে আরাম লাগে যে রঙের পোশাকে
১২ জানুয়ারি ২০২৬ ১৭:১১

আরো

সম্পর্কিত খবর