Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলু উৎপাদনে সমন্বিত ব্যবস্থা গ্রহণের তাগিদ


১২ জুলাই ২০১৮ ১৯:৩৩ | আপডেট: ১২ জুলাই ২০১৮ ২০:২১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আলু উৎপাদনে সমন্বিত ব্যবস্থা গ্রহণের তাগিদ তাগিদ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। দেশে প্রতিবছর চাহিদার চেয়ে ২০ থেকে ২৫ লাখ মেট্রিক টন অতিরিক্ত আলু উৎপাদন হয়। এতে একদিকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় কৃষক, অন্যদিকে সংরক্ষণের অভাবে নষ্ট হয় কয়েক টন আলু। তাই দেশে রপ্তানিযোগ্য আলুর উৎপাদন, অধিক স্টার্চ সমৃদ্ধ আলুর জাত উদ্ভাবন, আলুর সংরক্ষণ সক্ষমতা বাড়ানো, আলু চাষের উৎপাদন এলাকা কমিয়ে ওই জমিতে ভূট্টাসহ অন্যান্য অর্থকরী ফসল আবাদে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ আলু উপদেষ্টা বোর্ডের ৫ম সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এতে সভার কার্যপত্র উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটটের মহাপরিচালক ও সভার সদস্য সচিব ড. আবুল কালাম আযাদ। সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বোর্ডের অন্যান্য সদস্য ও কৃষক প্রতিনিধিরা।

দেশের উৎপাদিত অতিরিক্ত আলুর সঠিক ব্যবস্থাপনার বিষয়ে সমন্বিত ব্যবস্থা তৈরির উপর বিশেষ জোর দেন কৃষিমন্ত্রী। এছাড়াও কৃষিবান্ধব বর্তমান সরকারের সার ও কৃষি যান্ত্রিকীকরণের ব্যাপক ভর্তুকি দেওয়ার ফলে আলুসহ সার্বিক কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

আরও পড়ুন: নির্মাণ শ্রমিকদের ক্ষতিপূরণ দ্বিগুণ হবে: প্রতিমন্ত্রী

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর