ঢাকা: নবগঠিত ফরিদপুর-১ আসনে বিএনপির কমিটিকে ‘আওয়ামী-যুবলীগপন্থি নেতৃত্বে পরিপূর্ণ’ দাবি করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক সদস্য শাইন আনোয়ার।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে তিনি অনশন শুরু করেন।
শাইন আনোয়ারের অভিযোগ, দলে দীর্ঘদিন ধরে যারা মামলা, হামলা, গ্রেফতার ও জেলজুলুমের মধ্যেও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, তাদের উপেক্ষা করে ‘বাইরের’ এবং ‘সরকারঘনিষ্ঠ পরিচয়ের’ ব্যক্তিদের দিয়ে ফরিদপুর-১ আসনের কমিটি গঠন করা হয়েছে। এতে তৃণমূলে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে এবং দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে বলে দাবি তার।
তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার বলেছেন যে দলের দুঃসময়ে যে কর্মী মিছিলের পেছনে থেকেছে তাকেও সম্মানজনক জায়গায় রাখা হবে। কিন্তু ফরিদপুর জেলা বিএনপির অনুমোদিত কমিটি সেই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। যাদের কোনো আন্দোলনে দেখা যায়নি, যারা কখনো মামলা-হামলার শিকার হননি, তারাই এখন গুরুত্বপূর্ণ পদে।
শাইন আনোয়ার আরও বলেন, অসুস্থ শরীর নিয়েও তিনি নিয়মিত মিটিং-মিছিল থেকে শুরু করে দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। অথচ ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ-যুবলীগপন্থিদের দিয়ে কমিটি গঠন করা অত্যন্ত হতাশাজনক।