চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ফল ঘোষণা করা হয়েছে। এতে ১২৩৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এতে আগে ফেল করা ৩৯৩ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের পর পাশ করেছে। আর গ্রেড পরিবর্তন হয়ে আরও ৩২ জন জিপিএ-৫ পেয়েছে।
রোববার (১৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী পুনঃনিরীক্ষণের ফলাফল গণমাধ্যমকে জানান।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জেলা ও মহানগর, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা মিলিয়ে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। গত ১৬ অক্টোবর সারাদেশে একযোগে এইচএসসির ফলাফল প্রকাশ হয়। পাস করেন ৫৩ হাজার ৫৬০ জন। পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৯৫ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন।
ফলাফল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী ১ লাখ ১০ হাজার ২২৯ টি উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন করেন।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, পুনঃনিরীক্ষণে ১২৩৬ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। আর ১০ জন পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক গ্রেড পরিবর্তন হয়েছে। আগে ফেল করা ৩৯৩ জন পরীক্ষার্থী পাশ করেছেন। আর গ্রেড পরিবর্তন হয়ে নতুন করে ৩২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।