Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন ঢেলে সাজানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২০:১০

বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সারাবাংলা

বরিশাল: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বা খুব মন্দ নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি মাঝামাঝি পর্যায়ে রয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশলাইন্সে আইন-শৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামীকাল ট্রাইব্যুনালে যে রায়ই হোক, তা কার্যকর হবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে এখন সবাই নির্বাচনমুখী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।

বিজ্ঞাপন

টি-টেন লিগে দল পেলেন তাসকিন
১৬ নভেম্বর ২০২৫ ১৯:৫৯

আরো

সম্পর্কিত খবর