Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির সর্বকনিষ্ঠদের ‘তরুণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের মনোনয়ন উত্তোলন

জবি করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৯:২১

‘তরুণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ কে সামনে রেখে ‘তরুণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জকসুর সকল পদেই তাদের ব্যাচের প্রতিনিধি থাকবে বলে জানান তারা।

রোববার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সর্বকনিষ্ঠ নবীন শিক্ষার্থী প্রতিনিধিরা নির্বাচন কমিশন কার্যালয় থেকে অধিকাংশ মনোনয়ন উত্তোলন করেন।

২০ ব্যাচের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে এজিএস প্রার্থী শাহরিয়ার রহমান আবির বলেন, ‘আমি চাই জকসু নির্বাচনটি যেন সকল ভয়ভীতি ও দল-মতের পার্থক্য ছাপিয়ে বছরের সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়। ২০ ব্যাচের নেতৃত্বকে দৃশ্যমান করা এই লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।’

বিজ্ঞাপন

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা খন্দকার সালিল আলম আরাফ বলেন, ‘আমি ক্ষমতার জন্য নয়, পরিবর্তন আনার জন্য দাঁড়িয়েছি। যে জকসু সমস্যায় চুপ থাকে, সেটি আমার নয়। অন্যায়ের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমি আপসহীন থাকব। প্রতিশ্রুতি নয়, কাজ এটাই আমার পরিচয়।’

তিনি আরও যোগ করেন, ‘ভোট দিলে শিক্ষার্থীরা নিশ্চিত পাবেন, জকসুর অফিসে নীরবতা নয়, কাজ হবে। কোনো শিক্ষার্থীকে আর একা সমস্যার মুখোমুখি হতে হবে না।’

ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাওসিন ইসলাম বলেন, ‘জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হওয়ার পর এবারই প্রথম ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে এটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে।’

তবে ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি থাকে। তাই নির্বাচনের তারিখ পরিবর্তন করা উচিত।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর