Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার মামলার রায়ে পূর্ণ ন্যায়বিচারের প্রত্যাশা ফখরুলের

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২০:১৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২০:৫৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার (১৭ নভেম্বর) ঘোষিতব্য মামলার রায়ে পূর্ণ ন্যায়বিচারের প্রত্যাশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “বাংলাদেশ ডিজার্ভ করে একটি স্বচ্ছ এবং ন্যায়বিচার। আমরা প্রত্যাশা করি, আগামীকালের রায়ে সত্য ও মানবতার জয় হবে।”

শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে সামনে রেখে রোববার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

উল্লেখ্য, (১৭ নভেম্বর) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় ঘোষণার কথা রয়েছে। গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে এ মামলার বিচার প্রক্রিয়া চলছে গত কয়েক মাস ধরে।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল আরও বলেন, গত বছরের সহিংসতার ঘটনাগুলো শুধু রাজনৈতিক দমন-পীড়নের অধ্যায় নয়—এগুলো মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ। তবে বিচার প্রক্রিয়া যেন রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে এবং প্রত্যেক অপরাধের যথাযথ জবাবদিহি নিশ্চিত হয়- এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর