Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার সরকার বগুড়াবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছিল’

স্পেশাল করেসপডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২০:০৩

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। ছবি: সারাবাংলা

বগুড়া: বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনার সরকার বগুড়াবাসীকে দীর্ঘ সময় উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছিল। বিগত বছরগুলোতে বগুড়াসহ সারাদেশে কোনো উন্নয়ন হয়নি। হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়াবাসীর জন্য কোনো উন্নয়ন করেনি। শুধু নিজের আর দলের উন্নয়ন করেছেন। যে কারণে দেশ আজ গভীর সংকটে। এই সংকট মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া কারো পক্ষে সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘বগুড়াসহ দেশের উন্নয়নে ধানের শীষে ভোট দিন। বগুড়া ও সোনাতলা উপজেলায় যেটুকু উন্নয়ন হয়েছে তা বিএনপির সময়ে। তাই এলাকার উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল হবে। তখন সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা হবে।’

বিজ্ঞাপন

তিনি রোববার (১৬ নভেম্বর) বিকেলে বগুড়ার সোনাতলা পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন-বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন, সাধারন সম্পাদক রেজাউল করিম, খালেক সরকার, নাসির উদ্দিন আঞ্জু, গাজী শায়লা ইসলাম মুক্তা, বিএনপি নেতা শাকিল রেজা বাবলা, মাসুদুর রহমান মাসুদ, আমিনুল ইসলাম, উপজেলা কৃষক দলের আবায়ক এমদাদুল হক বাদশা, কৃষকদল নেতা বকুল সরকার, সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জিয়াউর রহমান জুয়েল প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর