চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার চুক্তি করা থেকে বিরত থাকার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বামগণতান্ত্রিক জোটের নেতারা। নির্বাচিত সংসদে আলোচনা ছাড়া বন্দর ইজারার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে হুঁশিয়ার করেছেন তারা।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্বরে চট্টগ্রাম জেলা বামগণতান্ত্রিক জোটের এক সমাবেশে নেতারা এসব কথা বলেন। চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে ডেনমার্কের কোম্পানিকে টার্মিনাল নির্মাণের জন্য এবং পানগাঁও টার্মিনালকে সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়।
সমাবেশে বামজোটের নেতারা বলেন, প্রধান উপদেষ্টা সর্বশেষ ভাষণে বলেছেন- উনার সরকারের প্রধান কাজ হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংস্কার এবং যথাসময়ে নির্বাচন আয়োজন। অথচ আমরা দেখছি, অন্তর্বর্তী সরকার তাদের এখতিয়ারের বাইরে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার জন্য গোপনে সব প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে। লালদিয়ার চরে কনটেইনার টার্মিনাল নির্মাণের জন্য ডেনমার্কের কোম্পানি এপিএমকে ৪৮ বছরের জন্য ইজারা দেওয়া হচ্ছে। পানগাঁও কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য দেওয়া হচ্ছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানকে।
তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে এ দায়িত্ব কে দিয়েছে ? সরকার প্রথা ভেঙে সাপ্তাহিক ছুটির দিনে একনেকের সভা করে লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে সভা করে জাতীয় কৌশলগত সম্পদ নিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া নজিরবিহীন। কেন এত তাড়াহুড়ো ? সরকারের গোপন এজেন্ডা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
বাম নেতারা বলেন, সরকার চুক্তি করতে যাচ্ছে, অথচ চুক্তির শর্ত জনগণকে জানাচ্ছে না, চুক্তির শর্ত প্রকাশ করা হচ্ছে না। চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে, জনগণের সম্মতি নিতে হবে। নির্বাচিত সংসদে আলাপ-আলোচনা ছাড়া, নির্বাচিত সংসদের সিদ্ধান্ত ছাড়া এভাবে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। আমরা সরকারকে এ সংক্রান্ত চুক্তি করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কোনো অধিকার অন্তর্বর্তী সরকারের নেই।
বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য দেন- জেলা সিপিবির ভারপ্রাপ্ত সম্পাদক নুরুচ্ছফা ভুঁইয়া, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয় ও সদস্য জসিম উদ্দিন।