Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২১:০০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২২:৪০

গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. মিজানুর জামান

পিরোজপুর: জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জেলার ইতিহাসে এটিই সর্বোচ্চ ইয়াবা জব্দের ঘটনা।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকারী দল পিরোজপুর সদর উপজেলার ৫নং ওয়ার্ডের কপুড়িয়াপট্টির আলহামদুলিল্লাহ মার্কেটের পঞ্চম তলা ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে ওই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। আসামি মো. মিজানুর জামান (৪৮)-এর শয়নকক্ষের ওয়াড্রবের ভেতর কাপড়ের ব্যাগে লুকানো অবস্থায় ২০০ পিস করে প্যাকেটজাত মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

বিজ্ঞাপন

গ্রেফতার মিজানুর জামান বাগেরহাটের কচুয়া থানার মধ্য টেংরাখালী এলাকার মৃত নুরুজ্জামান ফকিরের ছেলে। জাতীয় পরিচয়পত্রে তার ঠিকানা উল্লেখ রয়েছে-বড় কুমিরা, জেবল হোছেন চৌকিদার বাড়ি, সীতাকুন্ড, চট্টগ্রাম।

জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ডিবি সূত্র জানায়।

আজ সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর