Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২১:০৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২২:৩৭

এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে লড়াই জমতে শুরু করেছে। এই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। অন্যদিকে একই আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির।

রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সারজিস আলম। পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া এবং আটোয়ারী উপজেলা (বোদা পৌরসভার অংশ বাদে) নিয়ে গঠিত।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপি এই আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। তালিকা ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পঞ্চগড়-১ থেকে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে এনসিপির মনোনয়ন প্রক্রিয়া নিয়েও অনেক প্রতিযোগিতা দেখা যাচ্ছে। রোববার রাত পর্যন্ত মোট ১১০০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, আগামী ২১ ও ২২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহকারীদের ভাইভা অনুষ্ঠিত হবে।

পঞ্চগড়-১ আসনকে ঘিরে ইতোমধ্যেই নির্বাচনি মাঠে সরব হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর