ঢাকা: ভোটার আগে রোহিঙ্গামুক্ত ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসি সচিব আখতার আহমেদ এমন নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
জানা গেছে, মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার পর মাঠপর্যায়ে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
ওই নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান ভোটার তালিকায় কোনো রোহিঙ্গা ভোটার আছে বলে অবগত হলে রেজিস্ট্রেশন অফিসারের মাধ্যমে তদন্ত সাপেক্ষে ভোটার তালিকা থেকে তাদের নাম কর্তনের সুপারিশসহ প্রস্তাব নির্বাচন কমিশনে করতে হবে।
এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) সংশোধন এবং সরকারি ফি পুনর্নির্ধারণ তা প্রচারের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) ১ হাজার ২৩০ জন।