Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি মহাসচিবের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২৩:১৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ০০:৫৬

বহিষ্কৃত ছাত্রদল নেতা খাইরুল ইসলাম রোমান।

ফরিদপুর: বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় পদ হারালেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ ব্যাপারে বহিষ্কার হওয়া ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে একটি ফেসবুকে পোস্ট দেই। তবে আমি আমার ভুল বুঝতে পেরে পোস্ট ডিলেট করে ক্ষমাও চেয়েছি। তবুও আমাকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে এখন আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

তবে তার আবেগের জায়গা থেকে বিহিষ্কারাদেশের পর ফেসবুকে পোস্ট করেন লিখেন- ‘১৮ বছরের পুরস্কার, দল থেকে বহিস্কার!!!’ অবদান কে তুচ্ছ মনে করে বিষ্ময় প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পাবনায় অস্ত্রসহ গ্রেফতার ৪
১ জানুয়ারি ২০২৬ ১৬:০০

আরো

সম্পর্কিত খবর