Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় মসজিদের ইমামের স্ত্রীকে জবাই করে হত্যা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২৩:২৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ০০:৫৫

হত্যার পর উৎসুক জনতা

পটুয়াখালী: কলাপাড়ায় মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মুকুল ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভী সুলতান মাষ্টার বাড়ি জামে মসজিদের ইমাম। সে দুপুরের খাবার শেষ মসজিদে নামাজ পড়াতে যান। সে সময় তার স্ত্রী ঘরেই অবস্থান করছিলেন। সন্ধ্যার পরে প্রতিবেশী এক নারী তাদের ঘরে এসে ওই নারীর লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে স্খানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর