Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশাল জয়ে বিশ্বকাপের টিকিট পেল রোনালদোর পর্তুগাল

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ০৭:৫৫

বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেল পর্তুগাল

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের বাধা পার করে মূল পর্বে সরাসরি পৌঁছাতে পারবে কিনা পর্তুগাল, সে নিয়ে শঙ্কা জেগেছিল কিছুটা হলেও। গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে। অবশেষে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেল পর্তুগিজরা।

আগের ম্যাচে লাল কার্ড দেখা রোনালদো এই ম্যাচে মাঠে নামতে পারেননি। রোনালদোর অভাবটা অবশ্য দলের অন্যরা বুঝতেই দেননি। নিজেদের মাঠে আর্মেনিয়াকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে পর্তুগাল।

প্রতিপক্ষের জালে গুণে গুণে ৯টি গোল দিয়েছে পর্তুগাল। হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও হোয়াও নেভাস। অন্য ৩টি গোল এসেছে রেনাতো ভেইগা, গন্সালো রামোস ও কনসেকাওয়ের পা থেকে।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ৯-১ গোলের বিশাল জয় নিয়ে গ্রুপ এফ এর শীর্ষে থেকেই ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটল পর্তুগাল। নাটকীয় এক ম্যাচে ৯৬ মিনিটের গোলে হাঙ্গেরিকে ৩-২ ব্যবধানে হারিয়ে এই গ্রুপে রানার্সআপ হয়েছে আয়ারল্যান্ড। তারা খেলবে আন্তমহাদেশীয় প্লে-অফে।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর