Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান, রাজবাড়ী বিএনপির নেতাকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১০:২৯

রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী।

রাজবাড়ী: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাজবাড়ী জেলা বিএনপি।

রোববার (১৭ নভেম্বর) রাতে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সই করা প্রেস রিলিজের মাধ্যমে এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোববার (১৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত থেকে রাজবাড়ী-১ আসনের নোমিনেশন পরিবর্তনের দাবিতে রাজবাড়ী পৌর বিএনপির কিছু কর্মীরা একটি মিছিল শুরু করেন। ঐ মিছিলে আপনি (আকমল হোসেন চৌধুরী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সন্মানিত মহাসচিব জনাব ফকরুল ইসলাম আলমগীর সাহেবের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ শ্লোগান দিয়ে অত্যন্ত নিন্দনীয় ভাবে দলীয় শিষ্ঠাচার এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। উল্লেখিত শ্লোগানের বিষয়টি ইলেকট্রনিক্স মিডিয়াসহ সবত্র ভাইরাল হয়েছে এবং উল্লেখিত ভিডিওটি রাজবাড়ী জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আপনি (আকমল হোসেন চৌধুরী) রাজবাড়ী পৌর বিএনপির একজন অত্যন্ত দ্বায়িত্বশীল নেতা হিসাবে ঐ ধরনের অশ্লিল শ্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি এবং চরম ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আপনাকে অত্র নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে উল্লেখিত অশ্লিল শ্লোগানের বিষয়ে যথাযথ কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, ‘দলের মহাসচিবের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। নোটিশের সঠিক জবাব পাওয়া না গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে রোববার বিকেলে গোয়ালন্দ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম গ্রুপের সমর্থক ও অনুসারীরা। এ সময় আসলামপন্থি অনুসারী রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। যেই স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর