কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর (বরজলা) গ্রামে জায়গা-সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ ও মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন তারই মা ও ছোট ভাই।
সোমবার (১৭ নভেম্বর ) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ। নিহতরা হলেন, বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৬), ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পারিবারিক জমি ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিলো বড় ভাই বিল্লাল হোসেন (৪৩) এর সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের।
সোমবার সকালে বিল্লাল হোসেন তার ছোট ভাই কামাল হোসেন ও মা রাহেলা বেগমের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে বড় ভাই ধারালো অস্ত্র দিয়ে তার মা ও ছোট ভাইকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুল জানান, ‘শুনেছি জমি নিয়ে পারিবারিক বিরোধের বিষয়টি আগে থেকেই চলছিল। এর মধ্যে বড় ভাই নাকি মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে তার পরিবার থেকে বার বার নিষেধ করা হয় মাদক ব্যবসা করতে। এ দুটি কারনে সে ছোট ভাই ও মায়ের প্রতি ক্ষিপ্ত ছিলো। আজ সকালের দিকে খবর পাই, বড় ভাইয়ের হাতে মা ও ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। অভিযুক্ত বড় ভাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’