ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে শেখ হাসিনার বিচারের রায়ের সরাসরি বড় পর্দায় সম্প্রচার চলছে। এ রায়ের সাক্ষী হতে ভিড় করেছেন ছাত্র জনতা।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় টিএসসি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, টিএসসিতে পায়রা চত্বরের পূর্ব পাশে একটি এলইডির পর্দা স্থাপন করা হয়েছে। সামনে রয়েছে চেয়ারে সকলের বসার ব্যাবস্থা। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বহিরাগত অনেকেই রয়েছেন।
এ সময় উপস্থিত ব্যাক্তিগণ বলেন, আজকের এই রায় ঐতিহাসিক একটি রায়। এ রায়ের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশের শাসকেরা দেশ চালাবেন। তাই এ রায়ের সাক্ষী হতে চাই।
উল্লেখ্য, টিএসসিতে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের উপস্থিত ছিলেন।