Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু শিক্ষার্থী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৪:০২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৫:০৭

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হাফসার স্বজন ও এলাকাবাসী। ছবি: সারাবাংলা

পাবনা: পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় নয় বছরের শিশু শিক্ষার্থী হাফসা হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হাফসার স্বজন ও এলাকাবাসী।

সোমবার (১৭ নভেম্বর) সকালে উত্তর শালগাড়িয়া সরদারপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসক কর্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সেখানে নিহত শিশু শিক্ষার্থী হাফসার স্বজন ও গ্রামবাসীরা বক্তব্য দেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। প্রায় এক ঘণ্টা অবরোধ শেষে পুলিশ প্রশাসনের পক্ষে আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

গত শনিবার রাতে পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকার নয় বছরের শিশু শিক্ষার্থী হাফসার মরদেহ তার নানা বাড়ির পাশের একটি বাগান থেকে উদ্ধার করা হয়। নিহত হাফসা উত্তর শালগাড়িয়া সরদারপাড়ার নানা মল্লিক সরদারের বাড়িতে থাকতো এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার পর পুলিশ রমজান ও সাব্বির নামের দুই যুবককে আটক করে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

শেখ হাসিনার ফাঁসির আদেশ
১৭ নভেম্বর ২০২৫ ১৪:৫০

আরো

সম্পর্কিত খবর