চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (১৭ নভেম্বর) বহুল প্রতীক্ষিত স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টির উন্নয়ন, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে সরকার এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারুফ আফজাল রাজন। তিনি বলেন, দেশের প্রাথমিক শিক্ষাকে শিশুবান্ধব ও টেকসই করতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো. মাহমুদুজ্জামান এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল লতিফ।
তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্য অত্যন্ত জরুরি। এই উদ্যোগ প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও অগ্রসর করবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত পুষ্টিকর খাবার পাবে, যা শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সহায়ক হবে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সরকারি শিক্ষক গোলাম হামিদ। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদরে মোট ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষার্থী ৪৩,৮২৮ জন। চারটি ইউনিটে বিভক্ত এ উপজেলার বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে।
স্থানীয় শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির সফলতা কামনা করেন।