ফেসবুক ভিডিও ভাইরাল, রনির বিরুদ্ধে থানায় অভিযোগ কোচিং মালিকের
১২ জুলাই ২০১৮ ২০:৪৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিসহ পাঁচজনের বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামি থানায় এজাহার জমা দিয়েছেন নগরীর একটি কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়া। এতে রাশেদকে জোরপূর্বক তুলে নিয়ে বক্তব্যের ভিডিওধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে সত্যতা না পেলে এই মামলা তারা গ্রহণ করবে না।
এবার রনির পক্ষে সেই কোচিং মালিকের ‘স্বীকারোক্তি’র ভিডিও ভাইরাল
অভিযোগকারী রাশেদ মিয়া নগরীর জিইসি মোড়ের ইউনিএইড কোচিং সেন্টারের মালিক। গত ১৯ এপ্রিল রাশেদকে তার অফিসে নুরুল আজিম রনির চড়-থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এই বিতর্কে পড়ে সংগঠন থেকে অব্যাহতি নেন রনি। রাশেদের দায়ের করা চাঁদাবাজি মামলার আসামিও হতে হয় রনিকে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
তিন মাস পর ১১ জুলাই (বুধবার) ফেসবুকে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা গেছে- রাশেদ নিজের মুখে স্বীকার করেছেন, রনি তার ব্যবসায়িক পার্টনার ছিলেন। রনি তাকে সাড়ে ৯ লাখ টাকা ধার দিয়েছিলেন।
একদিন পর বায়েজিদ বোস্তামি থানায় দাখিল করা অভিযোগে রাশেদ দাবি করেন, ১০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে তাকে বায়েজিদ বোস্তামি থানার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে থেকে চারটি মোটর সাইকেলে তুলে নেয়। এরপর তাকে মুরাদপুরে বাদশাহ কমিউনিটি সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর কফিল উদ্দিনের বাসায় নিয়ে যায়।
রাশেদের আরও অভিযোগ-তাকে ছোরা ও অস্ত্রের ভয় দেখিয়ে ভিডিওতে সাজানো বক্তব্য দিতে বাধ্য করা হয় এবং ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে মামলা প্রত্যাহারের কথা লিখে দিতে বাধ্য করে।
যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন—নুরুল আজিম রনি, নুরুন্নবী সাহেদ, মামুন ইসলাম, রফিকুল ইসলাম সেলিম ও খোরশেদ আলম।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সারাবাংলাকে বলেন, অভিযোগ পেয়েছি। আমরা সত্যতা যাচাই করছি। সত্যতা পেলে মামলা রেকর্ড করবো।
সারাবাংলা/আরডি/এমআই