ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের রায় শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয়, এই দেশের মাটিতে সব ধরনের স্বৈরশাসনের সমাধিস্থল।
শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পর সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এমন মন্তব্য করেন তিনি। এর আগে সকালে আরেকটি স্ট্যাটাস দিয়ে তিনি ন্যায়বিচার হবে এই প্রত্যাশা জানিয়েছিলেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত। দুটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল বলেছে, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে।