ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) চলমান সংলাপে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমকে আমন্ত্রণ জানানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট এবং কল্যাণ পার্টির একাংশ।
সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে অংশ নেন ইব্রাহীম। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিতর্কিত ওই নির্বাচনে অংশ নেওয়ায় কল্যাণ পার্টির একাংশ তাকে দল থেকে বহিষ্কার করে।
এদিন ইসি ভবনে গিয়ে লিখিত বক্তব্যে প্রতিবাদ জানান কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ। একই বিষয়ে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোট।
শামসুদ্দিন পারভেজ বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর এবং ডামি নির্বাচনে অংশ নেওয়া একাংশের বিতর্কিত চেয়ারম্যান ইব্রাহীমকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার নামে রাজধানী ও নির্বাচনি এলাকায় একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে আমন্ত্রণ জানিয়ে কমিশন পুরো সংলাপ প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করেছে।’
১২ দলীয় জোটের বিবৃতিতে বলা হয়, ‘স্বৈরাচারী শক্তির সহযোগী হিসেবে পরিচিত দল বা ব্যক্তিদের সংলাপে অন্তর্ভুক্ত করা ভুল রাজনৈতিক বার্তা। জনগণের গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করে এমন আমন্ত্রণ স্বৈরাচারী শাসনকে বৈধতা দেয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘গণতন্ত্র নিয়ে ছলচাতুরি নয়—জনগণের কণ্ঠস্বরের সত্যিকারের প্রতিফলন ঘটলেই সংলাপ গ্রহণযোগ্যতা পাবে।’