Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ফুটবলকে বদলে দিচ্ছে টেকনো

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৯:০৮

ঢাকা: গত এক দশকে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো ফুটবল জগতে পরিচিত নাম হয়ে উঠেছে। ইউরোপ, আফ্রিকা ও বর্তমানে এশিয়া জুড়ে বড় বড় টুর্নামেন্টে সহায়তা করে চলেছে তারা। এর মাধ্যমে টেকনো একটি নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে, যা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চকর ইভেন্টের পরিবেশ তৈরি করেছে। ফুটবলপ্রেমীরা কীভাবে খেলার সৌন্দর্য উপভোগ করেন, তার মৌলিক রূপান্তরের মধ্য দিয়ে ফুটবলে স্পন্সরশিপের পুরোনো নিয়ম বদলে দিচ্ছে ব্র্যান্ডটি।

সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনো এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালে ম্যানচেস্টার সিটি এফসির সঙ্গে অংশীদারিত্ব করার পর থেকে, টেকনো ফুটবলকে কমিউনিটির সাথে যুক্ত হওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করে ও উদীয়মান বাজারগুলোতে বিশ্বমানের অভিজ্ঞতা নিয়ে আসছে। আফ্রিকার ফুটবল মাঠ সংস্কার করা থেকে শুরু করে আফ্রিকা কাপ অফ নেশনসে ফ্যান ফেস্টিভ্যাল আয়োজন করা পর্যন্ত সব ক্ষেত্রেই টেকনো সক্রিয় ছিল। বর্তমানে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের ২০২৪–২০২৫ ক্লাব প্রতিযোগিতা, যার মধ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের অফিসিয়াল গ্লোবাল সাপোর্টার হিসেবে ব্র্যান্ডটি তাদের ‘স্টপ অ্যাট নাথিং’ স্পিরিটকে তুলে ধরেছে। বাংলাদেশেও সেই একই আবেগ ফুটবলকে বদলে দিচ্ছে, যা আন্তর্জাতিক আবহে খেলাটিকে উপভোগ করার জন্য নতুন প্রজন্মের ফ্যান তৈরি করছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে টেকনোর বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নতুন ও রোমাঞ্চকর উপায়ে বাস্তবে রূপ নিচ্ছে। ব্র্যান্ডটি কেবল স্পন্সর হওয়ার গণ্ডি পেরিয়ে অভিজ্ঞতা তৈরিতে পারদর্শী হয়ে উঠেছে, যা স্থানীয় ফুটবলে আন্তর্জাতিক শক্তি ও বিনোদনের জোগান দিচ্ছে। এই যাত্রা শুরু হয় এবছরের ১০ জুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে, যেখানে টেকনো অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে ভূমিকা রাখে। তবে ৮ সেপ্টেম্বরের বাংলাদেশ বনাম হংকং ম্যাচটি সত্যিই দেখিয়েছে যে টেকনো কীভাবে খেলার দৃশ্যপট পরিবর্তন করছে।

টেকনো জানায়, রাতে মিউজিক শো, ড্যান্স শো এবং উপস্থিত দর্শকদের মাঝে লাইভ ফোন গিভওয়ের মধ্য দিয়ে পুরো স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। এছাড়াও জমকালো ফ্লেম শো ও আতশবাজি ম্যাচটিকে একটি পরিপূর্ণ উৎসবে পরিণত করে। ম্যাচটি মিউজিক, প্রযুক্তি ও খেলাধুলার সমন্বয়ে একটি উৎসবে পরিণত হয়, যা বাংলাদেশে ফুটবল উপভোগের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে।
আগামী ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশ যখন প্রস্তুতি নিচ্ছে, তখন টেকনো কী করতে চলেছে, তা নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হচ্ছে। সাম্প্রতিক ম্যাচগুলোকে বিনোদন অভিজ্ঞতায় অবিস্মরণীয় করার পর, ব্র্যান্ডটি বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।

এই পরিবর্তন বাংলাদেশের ফুটবলের স্পিরিটকে বদলে দিয়েছে। যা একসময় কোনো সাধারণ ম্যাচ ছিল, তা এখন একটি বিশ্বমানের উদযাপনে পরিণত হয়েছে; একইসাথে প্রযুক্তি, সংস্কৃতি ও কমিউনিটিকে সংযুক্ত করছে। আফ্রিকা থেকে এশিয়া হয়ে ঢাকার কেন্দ্র পর্যন্ত, টেকনো দেখাচ্ছে কীভাবে একটি প্রযুক্তি ব্র্যান্ড নতুন প্রজন্মের ফ্যানদের অনুপ্রাণিত করতে পারে এবং ফুটবলকে বৈশ্বিক মানে উন্নীত করতে পারে। তাদের এ যাত্রা থেকে বোঝা যাচ্ছে, বাংলাদেশের ফুটবলে যুগান্তকারী পরিবর্তনের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং এই পথে আরও অনেকদূর যাওয়া বাকি।

সারাবাংলা/ইএইচটি/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর