Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মাসের মধ্যে হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৯:১৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২০:২৩

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করতে হবে। তিনি দাবি করেন, আগামী ১ মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা ও রায় কার্যকর করা প্রয়োজন।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে রায় ঘোষণার তাৎক্ষনিক প্রতিক্রিয়ার এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শুধু শেখ হাসিনা নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ও কার্যকর করতে হবে। এছাড়া যেসব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সরকারি কর্মকর্তারা অভিযুক্ত রয়েছেন, তাদেরও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তিনি জানান, এই বিচার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে এবং পরবর্তী মামলাগুলোর রায়ও দ্রুত কার্যকর করা উচিত।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, “যেদিন আমাদের ভাই আবু সাঈদ শহিদ হন, আমরা শপথ নিয়েছিলাম, সেই হত্যার বিচার আদায় করেই ছাড়ব। জুলাই বিপ্লবে শহিদ ও আহতদের ওপর হওয়া নিপীড়নের বিচারও আমরা আজ পেয়েছি। এই রায় দেশের বিচারিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, রায় কার্যকর হওয়ার পরই শহিদ ও আহত পরিবারদের শান্তি মিলবে। নাহিদ ইসলাম অবিলম্বে ভারতের দিল্লি থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নাহিদ বলেন, ‘রাজনৈতিক দলের নামে নয়, বরং জুলাই-আগস্টের ভিক্টিম হিসেবে বিচারের রায় কার্যকর দেখতে চাই। আজকের রায়ে শেখ হাসিনা শুধু ব্যক্তি নয়, দল ও প্রধানমন্ত্রী হিসেবে এই গণহত্যার পরিকল্পনাকারী ছিলেন। ফলে আওয়ামী লীগেরও দায় আছে, তাই দল হিসেবে তাদের বিচার শুরু করতে হবে।’

সংবাদ সম্মেলনে তিনি সাবেক আইজিপি রাজস্বাক্ষীর সাজাকে সন্তোষজনক না মনে করেন এবং আরও কঠোর শাস্তির দাবি করেন।

বিজ্ঞাপন

রাতে জরুরি বৈঠকে বসছে বিএনপি
১৭ নভেম্বর ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর